সব

ওসামা বেরিয়ে এসো, ১৫ মিনিট সময় শেষ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 30th September 2019at 10:07 am
44 Views

 

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় চলছিল জঙ্গি নিধন অভিযান। এলাকায় হিজবুল জঙ্গি ওসামার লুকিয়ে থাকার কথা জানতে পেরেই বাহিনী নিয়ে পৌঁছে যায় পুলিশ। বাটোটে এনকাউন্টারের আগে, হিজবুল জঙ্গিকে একাধিকবার সতর্ক করে পুলিশ। যার নেতৃত্বে ছিলেন দাপুটে আইপিএস তথা এসএসপি অনিতা শর্মা।

এক ভিডিওতে অনিতা শর্মাকে বলতে শোনা যায়, ‘ওসামা বেরিয়ে এসো। তোমার কোনো ক্ষতি হবে না। কেউ তোমাকে ছোঁবে না। তোমাকে ১৫ মিনিট সময় দেওয়া হচ্ছে, বেরিয়ে এসো।’ এরপর ভিডিও ফুটেজের আরো একটি দৃশ্যে দেখা যায়, অনিতা শর্মা বারবার বলছেন, আগে বন্দি করে রাখা মানুষদের ছেড়ে দিক ওসামা, তারপর যেন ওসামা অস্ত্র সমর্পণ করে। এরপরই শোনা যায় অনিতা শর্মা বলছেন, ‘ওসামা তোমার ১৫ মিনিট সময় শেষ।’

প্রসঙ্গত, হিজবুল কমান্ডার ওসামার বিরুদ্ধে বিজেপি নেচা অনিল পরিহার, তাঁর ভাই অজিত পরিহার, আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মাকে খুনের অভিযোগ রয়েছে। কাশ্মীরের কিশতোয়ারে ওসামার বিরুদ্ধে একাধিক অস্ত্র ছিনতাইয়ের অভিযোগও রয়েছে।


সর্বশেষ খবর