সব

অস্ট্রেলিয়া-দুর্ঘটনা-পর্যটন , নৌবিমান দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত তিন

AUTHOR: Mojammel
POSTED: Wednesday 8th January 2025at 3:09 pm
5 Views

প্রাইমনিউজ ডেস্ক: ইউরোপিয় পর্যটকদের পরিবহনে নিয়োজিত একটি ছোট নৌবিমান পশ্চিম অস্ট্রেলিয়ার সাগরে দুর্ঘটনায় পতিত হলে তিনজন নিহত হয়েছ। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বুধবার সিডনি থেকে এএফপি এখবর জানায়।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বলেছে, সিপ্লেনটি মঙ্গলবার সন্ধ্যায় রটনেস্ট দ্বীপ ছেড়ে যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য প্রধান রজার কুক বলেছেন, অনুসন্ধানকারী দল জাহাজটির ধ্বংসাবশেষ সমুদ্র থেকে আজ বুধবার উঠিয়েছে। এই নৌবিমান দুর্ঘটনার কবল থেকে চারজন প্রাণে বেঁচে ফিরেছেন।

রজার কুক বলেন, সাগর থেকে উড্ডয়নের সাথে সাথে নৌবিমানটি ভেঙ্গে পড়ে। তবে এখন পর্যন্ত ভেঙ্গে পড়ার কারণ জানা যায়নি।

নিহতদের মধ্যে ৬৫ বছর বয়সি একজন সুইস নারী, ৬০ বছর বয়সি এক ডেনিশ পুরুষ এবং ৩৪ বছর বয়সি একজন অস্ট্রেলিয়ান পাইলট রয়েছেন। রাজধানী পার্থ থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত রটনেস্ট দ্বীপ পশ্চিম অস্ট্রেলিয়ায় পর্যটকদের প্রধান আকর্ষণ।


সর্বশেষ খবর