সব

শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

AUTHOR: Mojammel
POSTED: Wednesday 8th January 2025at 3:28 pm
6 Views

প্রাইমনিউজ ডেস্ক :তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের জুলাইয়ে পুলিশের গুলিতে নিহত হন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-র উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-র উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল (৭ জানুয়ারি, ২০২৫) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে রাবি ও বাউবি উপাচার্য শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সাথে কথা বলেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর