লালমনিরহাটে পেট্রল পাম্প থেকে বাস চুরি
প্রাইমনিউজ ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি পেট্রল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করত হাবিব পরিবহনের বাসটি। বাসটির সমস্যা থাকায় কয়েক দিন ধরে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) রাখা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে নিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম