সব

ইনজুরিতে বিপিএলকে বিদায় বললেন রাহকিম কর্নওয়াল

AUTHOR: Mojammel
POSTED: Wednesday 15th January 2025at 1:04 pm
16 Views

প্রাইমনিউজ ডেস্ক : বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় তারকা রাহকিম কর্নওয়াল এবার বিপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন এই অলরাউন্ডার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্নওয়ালের বিপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিপিএলে এবার সিলেট স্ট্রাইকার্সের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন কর্নওয়াল। তবে ইনজুরির কারণে পুরো টুর্নামেন্টে মাঠে দেখা যায়নি তার প্রত্যাশিত পারফরম্যান্স।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল শুরুটা কর্নওয়ালের জন্য ছিল হতাশাজনক। প্রথম দুই ম্যাচে অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে ১৮ রান করার পাশাপাশি বোলিংয়ে একটি উইকেট শিকার করেন। ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। খুলনার বিপক্ষে তার পারফরম্যান্স ছিল একেবারেই নিষ্প্রভ, যার ফলে একাদশ থেকে জায়গা হারান তিনি।

সিলেট স্ট্রাইকার্সের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কর্নওয়াল বাংলাদেশকে বিদায় জানান। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।’

এবারের সিলেট স্ট্রাইকার্স দলে বড় তারকার সংখ্যা কম। পল স্টার্লিং, জর্জ মানসি ও রিস টপলির মতো খেলোয়াড়রা থাকলেও কর্নওয়ালের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বে কর্নওয়ালের অভাব দলটির ব্যালেন্সে প্রভাব ফেলতে পারে।

সিলেট স্ট্রাইকার্সের সমর্থকরা এখন তাকিয়ে আছেন দলের বাকি খেলোয়াড়দের দিকে, যারা কর্নওয়ালের অভাব পূরণ করে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন।


সর্বশেষ খবর