দেশের ২ বৃহৎ সাইবার রাজনৈতিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধিঃ দেশের ২ বৃহৎ সাইবার রাজনৈতিক সংগঠনের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, গতকাল ২২ ই জানুয়ারী ২৫ রোজ বুধবার জেডসিএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে।
এতে উপস্থিত ছিলেন দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সসভাপতি- জনাব এস. আলম রাজীব, সাধারণ সম্পাদক- জনাব মোঃ শহীদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক- জনাব এস. আলম ইসরাৎ এবং
অনলাইনের অপর জাতীয়তাবাদী জনপ্রিয় সংগঠন ‘জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)’ এর চেয়ারম্যান- জনাব নাসিফ ওয়াহিদ ফায়জাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান- জনাব জেড বাবু, ভাইস চেয়ারম্যান- জনাব সাজ্জাদুর রহমান বাতেন।
উল্লেখ্য পৃথিবীর অন্যান্য দেশের সরকার পতনের সাইবার আন্দোলনের ন্যায় গত ২০১০ সালের ২৫শে জুলাই থেকে জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের বাকশালী, সন্ত্রাসী. ফ্যাসিবাদী, আন্তর্জাতিক গুপ্তচর, ইসলাম বিরোধী, প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী কর্মকান্ড তথাপি আওয়ামী দুঃশাসনের পূর্ণচিত্র দেশ-বিদেশে সকলের কাছে তুলে ধরে,
এই অপকর্মের প্রতিবাদে দেশ-বিদেশে জনমত সৃষ্টির লক্ষ্যে, আওয়ামী প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে প্রবাসে অবস্থানরত নারায়ণগঞ্জ ছাত্রদল নেতা এস.আলম রাজীব ও কেন্দ্রীয় জাসাসের সদস্য আতিকুর রহমান রিপন সহ বেশ কিছু মেধাবী, নিবেদিত, উদ্যমী ও শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)।
অন্যদিকে ২০১৫ সালের ৫ মার্চ, ফাইজাল খানের নেতৃত্বে “We Revolt” নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জিয়া সাইবার ফোর্সের (ZCF) যাত্রা শুরু হয়। এটি মূলত জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং সাইবার স্পেসে গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে গড়ে ওঠে। ১৮ মার্চ গ্রুপটির নাম পরিবর্তন করে “জিয়া সাইবার ফোর্স” রাখা হয়। শুরুর দিনগুলোতে সংগঠনটি সরকারের সমালোচনা এবং জাতীয় ইস্যুতে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে। মিডিয়া প্রচারের জন্য “জিয়া সাইবার ফোর্স মিডিয়া সেল” নামে একটি পেজ চালু করা হয়, যা দলের আদর্শকে প্রচারে সহায়ক ভূমিকা পালন করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)- এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীতে একসাথে চলার প্রত্যয় ব্যক্ত করেন।