তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ হৃদয় খানঃ রাজধানীর তুরাগে আবুল হোসেন (৫২) নামে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বাবার নাম আব্দুল হামিদ। এসময় তার কাছ থেকে ৭২ পিস বিয়ার এবং ২৫ লিটার মদ উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে তাকে তুরাগের ভাটুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ডিবির উপপরির্দশক (এসআই) গোলাপ উদ্দিন বাদি হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫ তারিখ ২২/০৪/২০১৬।
এব্যাপারে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, আবুলের বিরুদ্ধে তুরাগ থানায় প্রায় ১ ডজন মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ডিবি আটকের পর তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে আবুলকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।