৮ দিনের সংগীত মেলা শুরু কাল
বিনোদন ডেস্কঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে গান নিয়ে আট দিনের আয়োজন ‘সংগীত মেলা ২০১৬ ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বিকেল চারটায় মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অতিথি থাকবেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।
মেলার আহ্বায়ক সংগীত শিল্পী হাসান মতিউর রহমান জানান, আট দিনের এই আয়োজনে বাংলা গানে অবদান রাখার জন্য ২৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হবে।
এ ছাড়া বেশ কিছু গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। মেলা প্রাঙ্গণে থাকবে দুইটি সেমিনার ও চারটি কর্মশালা। মেলায় দেশের নানা প্রান্ত থেকে সংগীতশিল্পীরা হাজির হয়ে গান শোনাবেন।
৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে। মেলার আয়োজন করেছে সম্মিলিত সংগীতশিল্পী সোসাইটি।