অস্ট্রেলিয়ান নাগরিকদের ফের সতর্কতা
আমার বাংলা ডেস্কঃ বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন করে জারি করা এক সতর্কবার্তায়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ত্রাসী হামলার হুমকি ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে অস্ট্রেলীয়দের সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে নিজের নিরাপত্তার জন্য সজাগ থাকতে হবে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ানসহ পশ্চিমা নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা ও হুমকির বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত বেশ কয়েকটি হত্যার ঘটনায় জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করেছে। এ অবস্থায় অস্ট্রেলীয় কর্মকর্তাদের গাড়িতে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।