আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কৃষ্ণপক্ষ
বিনোদন ডেস্কঃ দেশে সাড়া জাগিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হতে যাচ্ছে কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের গল্প অবলম্বনে রচিত ‘মেহের আফরোজ শাওনের’ পরিচালনায়, ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’।
জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম অধিবেশনে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি।
চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় ‘এবারের উৎসবে মোট চারটি ভেনুতে ৩০টি দেশের ৮০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩০টি ডকুমেন্টারি প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও মেহের আফরোজ শাওন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।
গত ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ১৭ এপ্রিল, রোববার, বিকেল ৪টায় জেনেভায় বহুল পরিচিত গ্রথলি (Grutli) প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে’।
‘কৃষ্ণপক্ষ দেখার আগ্রহের কথা জানিয়েছে জেনেভা ও সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে থাকা অনেক প্রবাসী বাঙালি। জেনেভা স্থায়ী বাংলাদেশের মিশনের রাষ্ট্রদূত এম শামীম আহসান এবং উপ-রাষ্ট্রদূত এম নজরুল ইসলাম ‘কৃষ্ণপক্ষ’ প্রদর্শনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেয়ার কথা জানিয়েছেন।
জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম অধিবেশনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেয়ার জন্য বাংলাদেশের পক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ তিন সদস্যের প্রতিনিধিদল জেনেভায় পৌঁছেছেন।
ফরিদুর রেজা সাগরের নেতৃত্বে প্রতিনিধিদল জেনেভায় অবস্থানকালীন উৎসবের একাধিক ফোরামে যোগ দেবেন। বিগত বছরের মতো এবারো জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই।