‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর দারুস সালাম এলাকার দ্বীপনগর বেড়িবাঁধে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক আহত হয়েছে বলে তারা ওয়ার্লেসের মাধ্যমে জানতে পেরেছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ডিবির কোন বিভাগের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে তা বলতে পারেননি তিনি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম বিভাগ) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এ রকম কোনো ঘটনা ঘটেনি।’