প্রশাসনে রদবদল
স্টাফ রিপোর্টার ঃ জনপ্রশাসনে ছয় যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। বিপিএটিসির (বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র) এমডিএস আফতাব আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) যুগ্মসচিব এনএম জাহাঙ্গীর হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল কাসেমকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া ওএসডি যুগ্মসচিব মওদুদ এ কাইউম চৌধুরীকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটির ম্যানেজার, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. মঞ্জুর আলম ভূইয়াকে অর্থ বিভাগের একটি প্রকল্পের নির্বাহী পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. শহীদুল ইসলামকে পিপিপি অথরিটির ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে।