সব

এসএ পরিবহনের কাউন্টার থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 29th November 2015at 5:05 am
33 Views

2

 

স্টাফ রিপোর্টার ঃ  বন্দর নগরী চট্টগ্রামে এসএ পরিবহনের দেওয়ান হাট ধনিয়ালাপাড়া কাউন্টারে অভিযান চালিয়ে লক্ষাধিক ইয়াবাসহ কাউন্টারের ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। আটক দুইজন হলেন-এস এ পরিবহনের এই কাউন্টারের ম্যানেজার এম এ মুবিন ও কর্মচারী শামসুদ্দিন সবুজ। র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক শাহেদা সুলতানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন এস এ পরিবহনের ধনিয়ালাপাড়া কাউন্টারে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ পাঠানোর জন্য বুকিং করা একটি পার্সেলের কাঠের আলমীরার ভেতরের গোপন কুটরীতে এক লাখের বেশি ইয়াবা পাওয়া যায়।”

 


সর্বশেষ খবর