২হাজার ৩৭ কোটি টাকার ৭টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন
স্টাফ রিপোর্টার ঃ দুই হাজার ৩৭ কোটি টাকার ৭টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক সভা। মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) প্লাস্টিক শিল্পনগরী ও গ্রামাঞ্চলে পানি সরবরাহ। বিসিক প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৩৩ কোটি টাকা। গ্রামাঞ্চলে পানি সরবরাহ করা জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮শ’ কোটি টাকা।