সব

ছাত্রলীগ নেতার রগ কর্তন, জামায়াত কার্যালয়ে আগুন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 4th December 2015at 10:24 am
36 Views

20

জেলা ডেস্ক ঃ কক্সবাজারে ছাত্রলীগের এক নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে অভিযোগ করে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজার কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল জানান, রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল সড়কে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাককে একা পেয়ে তাঁকে ধরে মারধর করেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

তিনি আরো অভিযোগ করেন, একপর্যায়ে মোস্তাককে কুপিয়ে আহত করেন এবং তাঁর ডান পায়ের রগ কেটে দেন। পরে খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা মোস্তাককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে রগ কেটে দেওয়ার ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হাসপাতাল সড়কে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহজাহান। তিনি দাবি করেন, ছাত্রলীগের নেতা মোস্তাককে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত নন। কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।


সর্বশেষ খবর