‘পাকিস্তানকে ভালোবাসায় বাংলাদেশে জামায়াত নেতাদের ফাঁসি’
আন্তর্জাতিক ডেস্ক ঃ পাকিস্তানকে ভালোবাসায় বাংলাদেশে জামায়াত নেতাদের ফাঁসি কাষ্ঠে ঝুলতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হক। অথচ এ নিয়ে পাকিস্তান সরকার অপরাধীর মতো চুপ করে আছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এক জনসভায় পাকিস্তান জামায়াতের শীর্ষ এ নেতা গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের বিচারে বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারকে আন্তর্জাতিক ‘আইনের লঙ্ঘন’ বলেও মন্তব্য করেন। এ বিষয়ে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান সরকারকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান সিরাজুল। বাংলাদেশে জামায়াত নেতাদের ব্যাপারে পাকিস্তান সরকারের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘পাকিস্তান জামায়াতে ইসলামী সরকারকে তাদের জন্য আয়োজিত গায়েবানা জানাজায় আসতে বললেও তারা কোনো সাড়া দেয়নি’। সুত্র: চ্যানেল আই অনলাইন