বাংলাদেশি জলজ খাবারের মান ইইউ’র সমকক্ষ
অর্থনীতি ডেস্ক ঃ বাংলাদেশের মৎস্যসহ জলজ খাবারের নিরাপত্তা ব্যবস্থা সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মান ব্যবস্থার সমপর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ইইউ, নোরাড এবং ইউনিডোর সহায়তায় ‘বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্স প্রোগ্রাম’ এবং ‘বাংলাদেশ কোয়ালিটি সাপোর্ট প্রোগাম’ প্রকল্প বাস্তবায়নের ফলে মান ব্যবস্থার উন্নয়ন সম্ভব হয়েছে। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার ‘বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্স প্রোগ্রাম’ প্রকল্পের সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্স প্রোগ্রাম’-এর পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. লুৎফর রহমান তরফদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান পিয়েরে মায়াদুন বক্তব্য রাখেন। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্ববাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ দেশের রপ্তানিও দিন দিন বাড়ছে। শিল্পখাতের চাহিদা মেটাতে বাংলাদেশ প্রচুর পরিমাণে মৌলিক কাঁচামাল আমদানি করছে। আমদানি ও রপ্তানির ক্ষেত্রে পণ্য ও সেবার গুণগত মান বজায় রাখতে সরকার ‘পণ্য ও সেবার জাতীয় গুণগতমান নীতি ২০১৫’ প্রণয়ন করছে। পরে মন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়নের প্রকল্পের আওতায় বিভিন্নখাতে অর্জিত গুণগতমানোন্নয়নের ওপর আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বিভিন্ন আলোক চিত্র ঘুরে দেখেন।