সব

দিতির শারীরিক অবস্থা অবনতি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 11th December 2015at 10:04 am
39 Views

30বিনোদন ডেস্ক ঃ জনপ্রিয় অভিনেএী দিতির শারীরিক অবস্থার অবনতি। তাকে ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) আইসিইউতে রাখা হয়েছে। দিতির মেয়ে লামিয়া এ খবর জানিয়েছেন। লামিয়া ফেসবুকে একটি পোস্টে দিয়ে জানান, কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন তার মা। আরও একটা অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে তা সম্ভব নয়। তিনি মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লামিয়া আরও জানান, দিতির শারীরিক অবস্থা নিয়ে ভুলভাল খবর প্রকাশ হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। দিতির পরিবার এর প্রতিকার চেয়েছেন খোদ সাংবাদিকদের কাছেই।  গত ২৯ জুলাই চেন্নাইয়ে দিতির মস্তিষ্কে প্রথমবারের মতো অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেওয়া হয়। ৩ নভেম্বর আবারও তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়।


সর্বশেষ খবর