সব

স্বতন্ত্র প্রার্থীকে দলীয় করতে আ. লীগের চিঠি: ইসির ‘না’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 11th December 2015at 11:24 pm
25 Views

3স্টাফ রিপোর্টার ঃ  শরীয়তপুর পৌরসভা নির্বাচনে ফারুক আহম্মেদ তালুকদারকে দলীয় মনোনয়নসহ প্রতীক বরাদ্দ দিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাঠানো চিঠি আমলে নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকৃত কাউকে দলীয় প্রার্থী করার সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগ প্রধানের ওই চিঠির জবাবে ইসি জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব শামসুল আলম গণমাধ্যমকে চিঠি দেওয়ার বিষয়টি জানান। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত কমিশনের এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার শরীয়তপুর পৌরসভার রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, পৌর নির্বাচনের আইন ও বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী কাউকে এ পর্যায়ে আর দলীয় প্রার্থী করার আইনগত সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে কমিশন সচিবালয়ের ‍উপসচিব শামসুল আলম বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেওয়ার বিষয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা একটি চিঠি পাই। কমিশন মনে করে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর কোনও ব্যক্তির আর দলীয় প্রার্থী হওয়ার সুযোগ নেই। আমরা সিদ্ধান্তটি শরীয়তপুর পৌরসভার রিটার্নিং অফিসারকে জানিয়ে দিয়েছি। এর আগে শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম কোতোয়ালের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর গত ৮ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদকে দলীয় মনোনয়ন ও প্রতীক বরাদ্দের জন্য প্রত্যয়নপত্র দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের জেলা সাধারণ সম্পাদক অনল কুমার দে ওই চিঠি রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুনকে দিলে তিনি তা গ্রহণ করেন। পরে রিটার্নিং অফিসার এ বিষয়ে কমিশনের কাছে অভিমতসহ ব্যাখ্যা চেয়ে চিঠি দেন। যার পরিপ্রেক্ষিতে কমিশন থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।


সর্বশেষ খবর