সব

বিশেষ দিবসে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 12th December 2015at 10:46 pm
26 Views

20স্টাফ রিপোর্টার ঃ  আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে উপস্থিত সব পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেওয়া হয়। ক্রাইম কনফারেন্সে ডিএমপির সব ডিসি, এডিসি, এসি এবং অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন। ডিএমপির একটি বিশ্বস্ত সূত্র রাইজিংবিডিকে জানায়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জঙ্গিগোষ্ঠি নাশকতা চালানোর চেষ্টা করতে পারে। যদিও এখনও গোয়েন্দারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। এ দুই দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করবেন। তাই এ দুটি দিবস নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলা হয় কনফারেন্সে। এর পর ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন। যারা বিদেশি হত্যায় মদদ যুগিয়েছে, তারা এ দিনটিতে নাশকতা করতে পারে। এ ছাড়া ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য বাংলার নারী-পুরুষ আনন্দে মেতে ওঠে। সবাই এ দিনটিতে হৈ-হুল্লোড় করে কাটায়। সবখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দাদের পাশাপাশি সব পুলিশ সদস্য সতর্ক থাকবে। ঢাকায় বর্তমানে অপরাধের পরিমাণ কমে গেছে। আগামীতে এ পরিমাণ যাতে আরো কমে আসে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। এজন্য উপস্থিত পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদও জানিয়েছেন ডিএমপি কমিশনার। ওই সূত্রটি আরো জানায়, শীতকালে ঘনকুয়াশা থাকায় রাজধানীতে ছিনতাই বাড়তে পারে। এজন্য দায়িত্বশীল পুলিশ কর্তকর্তাসহ সব সদস্যকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। এজন্য একাধিক টহল টিম গঠনের নির্দেশনাও দেওয়া হয় ওসিদের। ছিনতাই ঠেকাতে টহল টিমকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে ক্রাইম কনফারেন্সে। ক্রাইম কনফারেন্সে উপস্থিত এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, অনুষ্ঠানটি মাসিক ক্রাইম কনফারেন্স হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও কথা হয়েছে। এর মধ্যে আগামী জানুয়ারি মাসে তুরাগ তীরে অনুষ্ঠিতব্য তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। সেখানে আগে থেকেই গোয়েন্দা পুলিশের সদস্যদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে তাবলিগ জামাতের নিজস্ব নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কনফারেন্সে আলোচনা হয়। এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, এটি মাসিক ক্রাইম কনফারেন্স, যা প্রতিমাসেই হয়ে থাকে। এ মাসে চারটি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। সেসব বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধের পরিমাণ আগের চেয়ে কমে যাওয়ায় পুলিশ কমিশনার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া প্রত্যেকটি বিষয়ের ওপর আলাদাভাবে প্রেস বিফ্রিং করা হতে পারে বলে জানান তিনি।


সর্বশেষ খবর