‘গণতন্ত্রের উন্নয়নে সহযোগিতা দিতে প্রস্তুত ভারত’
প্রবাস ডেস্ক ঃ বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে সব ধরনের সহযোগিতায় ভারত প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী হাই কমিশনার পঙ্কজ শরণ। অন্যান্য খাতেও ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে জানান তিনি। বিকালে রাজধানীর গুলশানে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে হাই কমিশনার এসব কথা বলেন। তার বিদায় উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ওই মতবিনিময়ের আয়োজন করে। ঢাকায় তিন বছরের বেশী সময় দায়িত্বপালনকারী এ কূটনীতিক দেশের বহুল আলোচিত ৫ই জানুয়ারীর নির্বাচন নিয়েও কথা বলেন। তার মতে, বাংলাদেশে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই ৫ই জানুয়ারি নির্বাচনটি জরুরি ছিল। ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশের ব্যাপারে দেশটির নীতিতে কোন পরিবর্তন আসেনি বলেও স্পষ্ট করেন হাই কমিশনার। পঙ্কজ শরণ মস্কোতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন।