রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বিজিবির ৬০ সদস্য
স্টাফ ডেস্ক ঃ বীরত্বপূর্ণ কাজে স্বীকৃতি স্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০সদস্যকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদকসহ তিন ধরনে পদক দিতে যাচ্ছে সরকার। গত ১০ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বিজিবি দিবসে এসব পদক এ বছর দেয়া হবে। আর প্রতিটি পদকের সঙ্গে এক লাখ টাকা আর্থিক বরাদ্দ দেয়া হচ্ছে। পদক প্রাপ্ত সদস্যের নামের পার্শ্বে নগদ এককালীন বেতনের সঙ্গে মাসিক হারে অর্থ প্রাপ্তিতে মুঞ্জরি জ্ঞাপনসহ দশজন বিজিবি সদস্যকে “বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)-২০১৫ দেওয়া হচ্ছে। আর ২০জন সদস্যকে “রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম)-২০১৫ পাচ্ছেন। এছাড়া, দশজন বিজিবি সদস্যকে “বর্ডার গার্ড বাংলাদেশ-সেবা পদক (বিজিবিএম)-২০১৫ এবং ২০ জন সদস্যকে “রাষ্ট্রপতি বর্ডার গার্ড সেবা পদক (পিবিজিএমএস) ২০১৫ প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদক প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি প্রতিবছরই এই পদক দিয়ে থাকে। তাই এবছরও বিজিবি দিবসে এই পদক দেবে।