সব

পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 13th December 2015at 11:39 pm
16 Views

31স্টাফ রিপোর্টার ঃ সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালা ১৯-এর ২, ৩, ৪ ও ৫ ধারায় ‘ত্রুটি’ থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দসহ পৌর নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট জুলফিকার আলীর পক্ষে ব্যারিস্টার এহসানুর রহমান রিট আবেদনটি দায়ের করেন। ব্যারিস্টার এহসানুর রহমান জানান, রিটে নির্বাচনী তফসিলে ত্রুটি থাকাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে পৌরসভা নির্বাচন বিধিমালা সংশোধনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া বিধিমালায় থাকা ত্রুটি সংশোধন না করা পর্যন্ত নির্বাচনের সকল কার্যিক্রম স্থগিত চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপ-সচিব, আইন সচিব ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট জুলফিকার আলী জানান, আগামীকাল রিট আবেদনটির ওপর হাইকোর্টে শুনানি হতে পারে। প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ৩০ ডিসেম্বর পৌরসভা ভোটগ্রহণের কথা রয়েছে।


সর্বশেষ খবর