সব

ইবিতে শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থিদের জয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 15th December 2015at 8:15 am
23 Views

13শিক্ষা ডেস্ক ঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক প্যানেল। নির্বাচনে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এমতাজ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেব নির্বাচিত হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. অলী উল্যাহ। রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন প্রফেসর ড. কাজী আখতার হোসেন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এমতাজ হোসেন (১৪৮) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর অলী উল্ল্যাহ (১৩১)। এছাড়া সহ-সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের শহীদ মো. শহীদ, মো: রেজওয়ান (১৩৫), যুগ্ম সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান (১৪৭), অর্থ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মাহবুবর রহমান (১৩৩) নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে প্রফেসর ড. আবুল বারাকাত (১৩২), শহীদুল ইসলাম নূরী (১৩৬), প্রফেসর ড. আবু সিনা (১৩৩), প্রফেসর ড. এম এয়াকুব আলী (১২০), প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান (১৩৩), প্রফেসর ড. রুহুল আমিন ভূইয়া (১২৯), ড. নূরুন নাহার (১৩৯), এ এস এম সরফাজ নেওয়াজ (১৩৪), ড. রেজাউল করিম (১৩৫), ড. আবুল কালাম আজাদ (১২৯) নির্বাচিত হয়েছেন।


সর্বশেষ খবর