আইএসের টার্গেট হবে না বাংলাদেশ!
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th December 2015at 10:13 pm
FILED AS: বাংলাদেশ
26 Views
ডেস্ক রিপোর্ট ঃ সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বে ৩৪ মুসলিম দেশের নতুন একটি সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আর এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই জোটে যোগ দেওয়ার কারণে বাংলাদেশ আইএসের টার্গেট হিসেবে পরিণত হবে না। তিনি বলেন, বাংলাদেশে আগে থেকেই জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।