রাষ্ট্রের সর্বক্ষেত্রেই নারীদের ভূমিকা অপরিসীম
মামুনুররশীদঃ সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির কল্যাণে দেশের উন্নয়নের স্বার্থে নারী সমাজ বিশেষ ভূমিকা রাখতে পারে। এজন্য তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত নারী উদ্যোক্তা উন্নয়নে আইসিটির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তথ্যপ্রযুক্তির ব্যবহার ছাড়া কোনো ক্ষেত্রেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রেই তথ্যপ্রযুক্তির মেয়েদের ব্যাপক সফলতা রয়েছে।
তিনি আরো বলেন,সিলেট উইমেন চেম্বারের মাধ্যমে এধরনের কার্যক্রম অব্যাহত থাকলে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।
সিলেট উইমেন চেম্বারের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী।।, ।সিলেট উইমেন চেম্বারের ডাইরেক্টর রোনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের ডাইরেক্টর রাবেয়া আক্তার রিয়া প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ৭৫জন থেকে প্রশিক্ষণার্থী থেকে বাচাই করে ২ জনকে ঢাকায় উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। সিলেট এসে তারা সিলেট উইমেন চেম্বারের সাথে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।