ঝিনাইদহ কারাগার কয়েদীর সংঘর্ষে রেজাউলের মৃত্যু !
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা কারাগারে দুই হাজতির মধ্যে সংঘর্ষে রেজাউল ইসলাম (৪২) নামে এক হাজতী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত্রে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত হাজতী শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৫ সেপ্টম্বর জেলখানায় খাবার বিতরণের সময় হত্যা মামলার আসামী রেজাউল ইসলাম ও জয়পুরহাটের বাসিন্দা নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শহিদুলের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় ডাল তোলা চামচ দিয়ে দু’জন মারামারিতে লিপ্ত হন। তিনি আরো জানান, এক পর্যায়ে রেজাউলকে মাথায় তুলে আচাড় মারলে মাথায় তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হন।
প্রথমে তাকে ঝিনাইদহ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর বৃহস্পতিবার রাত্রে দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। হয়তো শুক্রবার ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে কারাগারের চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম জানান, হাজতী ও কয়েদিদের অভিযোগ ঘটনার সময় কারা কতৃপক্ষ ও চিকিৎসক কোন তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেনি।