সব

আবারো পাকিস্তানকে ‘জঙ্গিদের দেশ’ বলল আমেরিকা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th September 2016at 7:03 pm
22 Views

5 আন্তর্জাতিক ডেস্কঃ ফের আরেকবার পাকিস্তানকে ‘জঙ্গিদের দেশ’ হিসেবে আখ্যা দিল আমেরিকা। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার কারণে মার্কিন সেনেটে প্রকাশ্যেই পাকিস্তানকে অপদস্থ হতে হল। নিজেদের আচরণ না বদলালে ভবিষ্যতে মার্কিন সাহায্য থেকেও যে পাকিস্তান বঞ্চিত হবে, তা-ও স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানের মাটিতে মার্কিন জওয়ানদের মৃত্যুর ঘটনার প্রসঙ্গেও সরাসরিই পাকিস্তানকে অভিযুক্ত করেন সেনেটররা।

শুক্রবার রিপাবলিকান সেনেটর বব করকার দু’দেশের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, পাকিস্তান এখনও পর্যন্ত জঙ্গিগোষ্ঠীগুলোকে মদত দিয়ে যাচ্ছে। দেশটি জঙ্গিদের অবাধ বিচরণের স্বর্গ হয়ে উঠছে। মার্কিন ড্রোন যাতে জঙ্গিদের নাগাল না পায়, সে ভাবেই নিরাপদে তাদের রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন সেনেটের সদস্যরা।

জঙ্গিদের মদত দেওয়ার কারণে অতিসম্প্রতি ৩০০ মিলিয়ন ডলার মার্কিন সাহায্য থেকে বঞ্চিত হয়েছে পাকিস্তান। আরও সাহায্যও বন্ধ করে দেওয়া হতে পারে। কিছুদিন আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পিকার মার্ক টোনার জানিয়েছেন, ‘পাকিস্তানকে কোনও সহযোগিতার প্রশ্নে আমরা নেই।’ এখনই ইসলামাবাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে না মার্কিন প্রশাসন। তবে অদূর ভবিষ্যতে যে ভাবা হবে না, এমনটাও বলেননি তিনি। ২৬/১১-র দোষীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ভারত সফরে এসে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ান মার্কিন সেক্রেটারি অফ স্টেট জন কেরি। সেই কথার রেশ টেনে টোনার বলেন, জঙ্গিদের রুখতে সবসময় আলোচনা চলছে পাক প্রশাসনের সঙ্গে। ভবিষ্যতেও সেটা চলবে বলে উল্লেখ করেন তিনি।

 


সর্বশেষ খবর