সব

শ্রীলঙ্কাকে হারাল অস্ট্রেলিয়া, দিলশানের বিদায়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th September 2016at 7:07 pm
FILED AS: খেলা
24 Views

6খেলা ডেস্কঃ দিলশানের বিদায়ের দিন অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল শ্রীলঙ্কা। দিলশানের বোলিংয়ের কল্যাণে জয়ের ধারায় থাকলেও গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসটির কাছেই মূলত পরাজিত হতে হয় লঙ্কানদের।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার ছিল উপচে পড়া দর্শক। ম্যাচ শেষে মাঠ ঘুরে ভক্তদের সঙ্গে হাত মেলান দিলশান। তার বিদায়ী সিরিজ ২-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৭ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় অতিথিদের উড়ন্ত সূচনা এনে দেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮ বলে ৫০ করে অস্ট্রেলিয়ার দ্রুততম অর্ধশতকের রেকর্ড স্পর্শ করেন এই অলরাউন্ডার, এতদিন যা একার ছিল ডেভিড ওয়ার্নারের। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান ২৪ বলে করেন ২৫ রান।

২৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৬ রান করে ম্যাক্সওয়েল ফেরার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৯৩ রান। ৮.৩ ওভার স্থায়ী উদ্বোধনী জুটির ভাঙার পর ৬ রান যোগ করতে আরো তিন উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা। নিজের শেষ ম্যাচে পরপর দুই ওভারে ম্যাথু ওয়েড ও উসমান খাওয়াজাকে ফিরিয়ে নাটকীয়তার আশা জাগান দিলশান। তবে ট্র্যাভিস হেড ও পিটার নেভিল দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। নিজের শেষ বলে উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করা দিলশান ৮ রানে নেন দুই উইকেট।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সর্বশেষ ইনিংসে ১ রান করে ফিরেন দিলশান। তার ব্যর্থতার দিনে দলের হয়ে একাই লড়লেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৫০ বলে ৫টি চারে ক্যারিয়ার সেরা ৬২ রান করেন এই অলরাউন্ডার। ডি সিলভা ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল কুসল পেরেরা (১৮ বলে ২২)।

অস্ট্রেলিয়ার লেগ স্পিনার জ্যামপা ও অলরাউন্ডার ফকনার তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৮/৯ (কুসল পেরেরা ২২, দিলশান ১, ডি সিলভা ৬২, চান্দিমাল ৪, মেন্ডিস ৫, কাপুগেদারা ৭, থিসারা ০, পাথিরানা ৬, প্রসন্ন ৭, সেনানায়েকে ৭, লাকমল ০; জ্যামপা ৩/১৬, ফকনার ৩/১৯, হেস্টিংস ২/২৩, স্টার্ক ১/৩২)
অস্ট্রেলিয়া: ১৭.৫ ওভারে ১৩০/৬ (ওয়ার্নার ২৫, ম্যাক্সওয়েল ৬৬, হেনরিকেস ১, ফকনার ১, ওয়েড ১৪, খাওয়াজা ৬, হেড ৯*, নেভিল ৩*; দিলশান ২/৮, পাথিরানা ২/২৩, প্রসন্ন ১/১৬)।

 


সর্বশেষ খবর