কিশোরী ফুটবলারদের পুরস্কৃত করবে বিসিবি
খেলা ডেস্কঃ একদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমালোচিত হচ্ছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলারদের সাফল্যের পরও তাদের সম্মান নিশ্চিত না করে। অন্য দিকে সেই মেয়েদেরই সম্মানিত করতে এবার এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা সিদ্ধান্ত নিয়েছে, সম্মাননা জানানোর পাশাপাশি আর্থিকভাবেও এই খেলোয়াড়দের পাশে থাকবে। শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কেবল ক্রিকেটেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্য সব খাতেও সমানভাবে পাশে থাকতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত বাংলাদেশের অ্যাথলেটদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এর আগে সাফ গেমসে স্বর্ণজয়ী মাহফুজা শিলা এবং সীমান্তকে সম্মানিত করেছে বিসিবি।
তাই ঈদের পরই নারী ফুটবলারদের সম্মানিত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্মাননা অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে। বিসিবি সভাপতি নাজমুল হাসান এ প্রসঙ্গে একটি বেসরকারি চ্যানেলকে বলেন, ‘খেলায় হার-জিত আছে। আমি খেলাগুলো দেখেছি। তারা আসলেই শতভাগ পেশাদার ফুটবল খেলেছে। কোনো একটা ম্যাচেও মনে হয়নি তারা কোনো দিক দিয়ে পিছিয়ে আছে।’
ইরান, সিঙ্গাপুর, কিরগিস্তান, চাইনিজ তাইপে এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৬ দলের কিশোরীরা। শিগগিরই তাদের জন্য থাকছে বিশেষ সম্মাননা।
বিসিবি সভাপতি বলেন, ‘ওদের যে দক্ষতা দেখেছি তাতে ওদের খেলতে হবে। নতুন প্রজন্মকে খেলায় আগ্রহী করতে হবে। সে জন্য আমরা মনে করেছি ওদের পুরস্কৃত করা উচিত।’
এই মেয়েদের পুরস্কৃত করার প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘যেদিন ওরা চ্যাম্পিয়ন হয়েছে সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের একটা সম্মাননা দেব। কথা প্রধানমন্ত্রী নিজে থেকেই তুলেছেন।’