সব

পাঁচ বছর ধরে প্রেম করছেন নুসরাত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th September 2016at 8:22 pm
23 Views

13বিনোদন ডেস্কঃ টলিউডে এখন প্রেমের সম্পর্কের ভাঙনের মৌসুম বললেও ভুল হবে না। কিন্তু টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান নিজের প্রেমের সম্পর্ককে যত্নেই আগলে রেখেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেম করছেন নুসরাত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘সম্প্রতি যাদের প্রেমের সম্পর্কে ভাঙন ধরেছে তারা আমার বন্ধু। তবে নিজের ক্ষেত্রে বলতে পারি- গত পাঁচ বছর ধরে আমি কমিটেড সম্পর্কে আছি। হ্যাঁ, এটা ঠিক, সিচুয়েশন কখন কী হয় তার কিছুই বলা যায় না। সবই ভাগ্য। আমি চেষ্টা করছি একটা স্টেবিলিটি আনার। বিয়ের পরেও কিন্তু সম্পর্ক ভাঙে। আমি চেষ্টা করব সেটাও স্টেবল রাখার।’

তবে কার সঙ্গে প্রেম করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এখন থাক। ও লো প্রোফাইলের জীবন ভালোবাসে। আজকে আমি বড় গলায় কমিটেড থাকার কথা বলছি। কারণ আমি একদম সাধারণ মানুষ। নায়িকা নই। সিনেমা করি বলে শুধু মিনারেল ওয়াটার খাব, বাড়িতে ঘড়ার জল খাব না, সেই শিক্ষা আমি পাইনি। প্রথমে আমি মানুষ। চিরকাল সেভাবেই থাকব।’

কিছুদিন আগে সম্পর্কের ইতি টেনেছেন টলিউডের জনপ্রিয় আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন তিনি। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে অনেক জুটির কপালেই ভাবনার ভাঁজ পড়েছিল।

 

 


সর্বশেষ খবর