সব

রাজধানীর হাতিরঝিলে বিজয় দিবসের নৌকাবাইচ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th December 2015at 10:25 pm
20 Views

5স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর হাতিরঝিলে মহান বিজয় দিবস উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাতিরঝিল লেক পাড়ে উৎসুক দর্শনার্থী ব্যাপক-উৎসাহ উদ্দীপনা নিয়ে নৌকাবাইচ উপভোগ করেন। বুধবার বিকেল সাড়ে ৩টায় এই প্রতিযোগিতা শুরু হয়।এতে ১০টি নৌকা এতে অংশ নেয়। ঢাকা রোয়িং ফেডারেশন প্রতিবারের মতো এবারও এই আয়োজন করেছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  তিনি বলেন, ‘হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ আমাদের শহর জীবনে আনন্দ দিচ্ছে। দেশের নদ-নদী যে সময় মরে যাচ্ছে, তখন নৌকাবাইচের মতো এমন প্রতিযোগিতা নিঃসন্দেহে আনন্দের। বাংলার ঐতিহ্যবাহী এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সবার সহযোগিতাও কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।


সর্বশেষ খবর