ব্রিটিশ প্রতীক বাদ দিয়ে নিউজিল্যান্ডের নতুন পতাকার ডিজাইন
আন্তর্জাতিক ডেস্ক ঃ চূড়ান্ত হয়ে গেছে নিউজিল্যান্ডের জাতীয় পতাকা। কালো, সাদা ও রুপালি তিন রংয়ের সমন্বয়ে তৈরি জাতীয় পতাকা প্রথম গণভোটে পাস হয়। এখন দ্বিতীয় গণভোটের আয়োজন করা হবে। ২০১৬ সালের মার্চে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হবে। সে গণভোটে জানানো হবে নিউজিল্যান্ডবাসী নতুন পতাকা রাখবেন, নাকি পুরাণ পতাকা বহাল রাখবেন। নিউজিল্যান্ডের পুরান পতাকায় ছিলো ব্রিটেনের ইউনিয়ন জ্যাক। এই ইউনিয়ন জ্যাক নিয়ে অনেক নিউজিল্যান্ডবাসীর ছিলো আপত্তি। কারণ নিউজিল্যান্ডে এখন আর ব্রিটেনের কলোনি নয়। তাই পতাকায় ইউনিয়ন জ্যাক রাখার কোনো মানে হয় না। এ কারণে পতাকায় নতুন কিছু যুক্ত হোক এটা চেয়েছিল নিউজিল্যান্ডবাসী। এ লক্ষ্যে নিউজিল্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী জন কি উদ্যোগ নেয়। নিউজিল্যান্ডে প্রচুর ফার্ন গাছ পাওয়া যায়। তাই ফার্নকে পতাকায় রাখা হয়েছে। এছাড়া পতাকার রং হিসেবে কি থাকবে সেটি নির্বাচনে বিভিন্ন রংয়ের তৈরি নমুনা পতাকা বানিয়ে তার মধ্যে থেকে একটিকে পছন্দ করার জন্য জনগণকে ভোট দিতে বলা হয়েছিলো। এতে শেষ পর্যন্ত দেখা যায় কালো ও নীলের মাঝে সাদা-রুপার ফার্নকে পছন্দ করেছে নিউজিল্যান্ডবাসী।