সব

খালেদা জিয়া জাতির কাছে কী জবাব দেবেন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th December 2015at 11:33 am
20 Views

14স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতির কাছে কী জবাব দেবেন! তিনি যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছেন, সম্মান দিয়েছেন। যার শুরু এর আগে করে গেছেন জিয়াউর রহমান। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হাইকোর্টই বলেছে জিয়াউর রহমানের ক্ষমতা দখল ছিল অবৈধ। এমনকি এরশাদের ক্ষমতা দখলও। উচ্চ আদালতের রায়কে যারা সম্মান করেন তাদের এটি মনে রাখতে হবে। ভুলে গেলে চলবে না। তিনি আরও বলেন, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহায়তা দিয়েছিল মিত্র হিসেবে- তাদের আমরা কৃতজ্ঞতা জানাই। বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যারা মিত্র শক্তিকে সম্মাননা দিয়েছে। তিনি বলেন, ‘দেশে এখনও স্বাধীনতাবিরোধীদের কিছু দোসর রয়েছে, যারা পেয়ারে পাকিস্তানের কথা ভুলতে পারে না। তাদের পাকিস্তানের কথা ভুলিয়ে ছাড়তে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি শুরু হয়েছে। অনেক বন্ধুর পথ অতিক্রম করে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা দেশকে স্বাধীন করেছি, তাই এই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই দেশের স্বাধীনতা ও পতাকার মর্যাদা রক্ষা করব।’ তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আর একটা দিনও নষ্ট করতে চাই না। যে কোনো মূল্যে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সামরিক জান্তাদের হাত ধরে ক্ষমতায় এসেছে তাদের কাছে শুনতে হয় গণতন্ত্রের কথা। তারা গণতন্ত্র বানান করতে পারবে কিনা সন্দেহ।’ আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার বিচারও বাংলাদেশের মাটিতেই হবে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি, কিন্তু তার আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। সোনার বাংলা বাস্তবায়ন করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব- এটাই হোক বিজয় দিবসে প্রতিজ্ঞা।’


সর্বশেষ খবর