স্পিকারের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট ঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম অজতুর্ক সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, উভয় দেশের সংসদীয় কার্যক্রম, সংসদীয় গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ নারী উন্নয়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যা অত্যন্ত প্রশংসনীয় ।’ তিনি আরো বলেন, ‘তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ দিনের।’ ডেভরিম অজতুর্ক দুদেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তুরস্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই চমৎকার উল্লেখ করে স্পিকার বলেন, ‘ব্যবসা- বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে।’