সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম জুয়েল (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সোহেল রানা পলাশ (২৬) ও কামাল (২৭)। নিহত মনিরুলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর মালিদহে। তার বাবার নাম আব্দুল আজিজ। মনিরুল রাজধানীর মিরপুর ২ এ ভাড়া বাসায় থেকে একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। আর পলাশ ও কামালের বাসা বাড্ডায়। আহতদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, যাত্রাবাড়ী এলাকার এক আত্মীয়ের বাসা থেকে মোটরসাইকেলে বাড্ডা যাচ্ছিলেন ওই তিনজন।এ সময় চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজনই গুরুতর আহত হন। এ সময় এক পথচারী তাদের উদ্ধার করে ঢামেক রেখে চলে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।অন্যদিকে আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে সিটিস্কেন করানোর কথা বলে চলে যায়। পরে আর হাসপাতালে ফিরে আসেনি তারা।
এএসআই সেন্টু দাস আহত সোহেল রানার বরাত দিয়ে আরো জানান, আহতদের উদ্ধার করা ওই পথচারী তাদের তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালে টিকিট কাটার কথা বলে সোহেল রানার পকেটে থাকা তিন হাজার টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে উধাও হয়ে যায়।