শামসুল হকের মৃত্যুতে বিএনপির শোক
ডেস্ক রিপোর্ট ঃ বিএনপি নেতা শামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত শামসুল হক ঢাকা মহানগর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী প্রয়াত শামসুল হক তার মেধা ও শ্রম দিয়ে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত ও মজবুত করতে সক্ষম হয়েছিলেন। তিনি বলেন, এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে তিনি নিরলস কাজ করে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শামসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে শামসুল হকের মৃত্যুতে অপর এক শোকবাণীতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন। তারা শামসুল হককে জাতীয়তাবাদী চেতনার এক বলিষ্ঠ অনুসারী উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।