জ্বালাও-পোড়াও করলে বিষদাঁত থাকবে না’
স্টাফ রিপোর্টার ঃ বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, গত বছর তো বিজয় র্যালি করেননি। তখন তো বাস পোড়ালেন, রেল উপড়ালেন। আপনারা গণতন্ত্র পালন করেন। কিন্তু যদি জ্বালাও-পোড়াওয়ের দিকে যান তবে যে কয়েকটা বিষদাঁত আছে একটাও থাকবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বৃহস্পতিবার বিকেলে তিনি এ সব কথা বলেন।
‘শ্বাসরুদ্ধকর অগণতান্ত্রিক পরিস্থিতিতে বিজয় দিবস পালন করতে হচ্ছে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি বিজয় র্যালি করলো কীভাবে? বিএনপি নেতা-কর্মীরা বলেছেন, বিজয় র্যালী শান্তিপূর্ণভাবে করতে হবে। কারণ ওরা জানে জ্বালাও-পোড়াও করলে কপালে খারাপি আছে। সাপ মরলে সোজা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল কমির সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি প্রমুখ।