চীনের বেইজিংয়ে দ্বিতীয় দফায় রেড অ্যালার্ট জারি
আন্তর্জাতিক ডেস্ক ঃ চীনের রাজধানী বেইজিংয়ে বায়ুদূষণের কারণে শুক্রবার দ্বিতীয় দফায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। শনিবার থেকে এটি কার্যকর হবে, চলবে মঙ্গলবার পর্যন্ত। এর আগে গত ৭ ডিসেম্বর প্রথম দফায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ওই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন স্থানে চলা নির্মাণ কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল ও কলকারখানার কিছু উৎপাদনের কাজও সীমিত করা হয়েছিল। শুক্রবার দ্বিতীয় দফায় রেড অ্যালার্ট জারির পর বেইজিং কর্তৃপক্ষ বলেছে, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বেইজিংজুড়ে বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকবে। কয়েক দশক ধরে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গিয়ে চীনে ব্যাপক শিল্প কারখানা স্থাপিত হয়েছে। কয়লার মাধ্যমে উৎপাদিত তাপশক্তি চালিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন এলাকার ধুলাবালির কারণে দেশটির অনেক রাজ্যে ঘন ধোঁশায়ার সৃষ্টি হচ্ছে। বায়ু, পানি ও মাটি দূষণের মাত্রা কমাতে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।