নির্বাচনে অংশগ্রহণ করায় খালেদাকে ধন্যবাদ জানালেন নাসিম
স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বেগম জিয়া অতীতের সব ভুল স্বীকার করে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে আশা করবো নির্বাচন থেকে মাঝ পথে তিনি যেন সরে না যান। মোহাম্মদ নাসিম বলেন, এক সময়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তারা স্বৈরাচার, ভোট ডাকাত। তাদের অধীনে কোনো নির্বাচন নয়। অথচ বেগম জিয়া এখন নিজের অতীতের সব ভুল বুঝতে পেরে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছেন-আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রয়োজনীয় ওষুধের ৯৮ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে এবং ১৯০টির অধিক দেশে ওষুধ রফতানি হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, ঔষধশিল্প উদ্যোক্তা তপন চৌধুরী, উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. সাকিনা সুলতানা, সদস্য-সচিব অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুণ্ডু প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, ফানুস উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ উৎসবের শেষ হয়।