সব

পৌর নির্বাচনের নামে ইসি একটি খেলা পাতিয়েছে: আলাল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th December 2015at 10:51 pm
23 Views

6স্টাফ রিপোর্টার ঃ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পৌর নির্বাচনের নামে ইসি (নির্বাচন কমিশন) একটি খেলা পাতিয়েছে যে খেলায় আওয়ামী লীগ, পুলিশ, নির্বাচন কমিশন বনাম (ভার্সেস) বিএনপি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পৌর নির্বাচনে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যার্থ হয়, তাহলে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলনে যাবে বিএনপি বলেও হুঁশিয়ারি দেন তিনি। আলাল বলেন, আওয়ামী লীগ চুরি করেনি এমন কোন খাত নেই। গতকালের ঢাকা কলেজের ছাত্রলীগের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ এর বড় প্রমাণ। আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রহিম হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


সর্বশেষ খবর