সব

এমপিদের অতিথিরা বাসভবনে নয়, অফিসে সাক্ষাৎ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 20th December 2015at 10:28 pm
23 Views

10স্টাফ রিপোর্টার ঃ জাতীয় সংসদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা অতিথিরা বাসভবনে দেখা না করে অফিসে দেখা করার জন্য সুপারিশ করেছে সংসদ কমিটি। জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির ৮ম বৈঠকে রবিবার এ সুপারিশ করা হয়। কমিটির সুপারিশে বলা হয়, সংসদ সদস্যদের কাছে আগত অতিথিরা যাতে বসবাসরত সদস্য ভবনে সাক্ষাৎ না করে বরাদ্দকৃত অফিসে সাক্ষাৎ করে সে বিষয়টি প্রতিটি সদস্যকে নিশ্চিত করা প্রয়োজন। বৈঠকে সদস্য ভবনে বসবাসরত সদস্যদের জন্য যথাযথ সেবাদান নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি সংসদ সদস্যদের বাসায় রিডিং টেবিল ও বুক সেলফ সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

সংসদ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার এবং মেডিকেল সেন্টার খোলা রাখার সুপারিশ করা হয়। এ ছাড়াও সংসদ এলাকার নিরাপত্তা জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন— মো. আব্দুস শহীদ, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, বেগম সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী এবং নাজমুল হক প্রধান। প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের আবাসিক সাব-কমিটির বৈঠক জাতীয় সংসদ ভবনের পাশাপাশি সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সুপারিশ করে ।


সর্বশেষ খবর