সংসদ এলাকার নিরাপত্তা আরো জোরদারের সুপারিশ
স্টাফ রিপোর্টার ঃ জাতীয় সংসদের সংসদ (হাউজ) কমিটির সভায় সংসদ ভবন এলাকার নিরাপত্তা আরও জোরদার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, হুইপ মোছা. বেগম সাগুফতা ইয়াসমিন, মাহাবুব আরা বেগম গিনি, ফজলে হোসেন বাদশা, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী এবং নাজমুল হক প্রধান সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিটির ৭ম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সদস্য ভবনে বসবাসরত সদস্যদের জন্য যথাযথ সেবাদান নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি সংসদ সদস্যদের বাসায় রিডিং টেবিল ও বুক সেলফ সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। এছাড়াও সদস্যদের নিকট আগত অতিথিরা যাতে বসবাসরত সদস্য ভবনে সাক্ষাৎ না করে বরাদ্দকৃত অফিসে সাক্ষাৎ করে সে বিষয়টি প্রতিটি সদস্যকে নিশ্চিত করার সুপারিশ করা হয়। সংসদ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার এবং মেডিকেল সেন্টার খোলা রাখার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।