গুলিস্তানে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর গুলিস্তানে অবৈধভাবে বসানো ২ শতাধিক দোকান ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। রোববার দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন নিজে উপস্থিত থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন। রোববার দুপুর ১২টা থেকে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে গুলিস্তানের জনসাধারণের চলাচলের জন্য নির্মিত ফুটপাত দখল করে যেসব অবৈধ দোকানপাট বসানো হয়েছে, সেগুলো ভেঙে দিয়ে পরিষ্কার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই রাজধানীর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল একটি চক্র। এদের নোটিশ দিয়ে, মৌখিকভাবে বলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই উচ্ছেদ করে দেয়া হয়েছে। এসব হকার যেন আবার কোনোভাবে বসতে না পারে সেদিকেও খেয়াল রাখবে কর্তৃপক্ষ।’