ভারতে গণধর্ষণের দায়ে সাত জনের মৃত্যুদণ্ড
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 22nd December 2015at 2:13 pm
FILED AS: আন্তর্জাতিক
15 Views
আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারতে হরিয়ানা রাজ্যে এক নেপালি নারীকে গণধর্ষণ ও হত্যার দায়ে সাত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার হরিয়ানার রোহতাকের বিশেষ আদালত এ রায় দেন। খবর বিবিসির। হরিয়ানা রাজ্যের রোহতাক থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন ২৮ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ওই নেপালি নারী। এর তিন দিন পর একটি মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। লাশের ময়নাতদন্তে দেখা গেছে, ওই নারীকে গণধর্ষণের পর তার দেহে পাথর, ব্লেড ও লাঠি ঢোকানো হয়। রায়ে নারী বিচারক সীমা সিংঘাল বলেন, ‘এ ঘটনায় জড়িত সবাইকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করছি। তাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দিচ্ছি।’ এটা অপরাধীদের জন্য শক্ত বার্তা বলেও উল্লেখ করেছেন তিনি।