ডিআরইউ’র কর্মসূচিতে হামলা
স্টাফ রিপোর্টার ঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সদস্যরা তাদের ওপর হামলা করে। ট্রাকের ধাক্কায় নিহত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের হত্যার বিচার দাবিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ডিআরইউ সদস্যরা। সেখানে আইডিইবির সদস্যরাও তাদের একটি কর্মসূচি পালন করছিলেন। এসময় দুই পক্ষের অবস্থান নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।