ম্যাচ হেরে বাফুফে ভবনে আরামবাগের ভাংচুর
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ভাংচুর চালিয়েছে আরামবাগ ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকরা। এর আগে ম্যাচ শেষ হতেই রেফারিকেও মারধর করেছিল ক্লাবটির সমর্থকরা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকালে কমলাপুর মাঠে। বাংলাদেশের পুলিশের বিপক্ষে ওই ম্যাচে আরামবাগ হেরে যায় ৩-২ গোলে। আর তাতেই ক্ষুব্ধ সমর্থকরা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ম্যাচ রেফারির ওপর চড়াও হয়। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসলে সমর্থকদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে দ্বিতীয় দফায় আরামবাগের সমর্থকরা এসে বাফুফে ভবন হামলা চালায়। এ সময় তারা বাফুফে ভবনের সামনে ৬-৭ টি গাড়ি ভাংচুর করে। এ ছাড়া বাফুফে ভবনের রিসিপশনেও ভাংচুর চালায় তারা। এ সময় সমর্থকদের সাথে ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিরাও ভাংচুরে অংশ নেয়। ফেডারেশনের কর্মকর্তাদের গালিগালাজ করতেও দেখা যায় তাদের।