চমক দিয়ে পাকিস্তান গমন মোদির
আন্তর্জাতিক ডেস্ক ঃ সবাইকে রীতিমতো চমকে দিয়ে পাকিস্তান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি। কাবুল থেকে দিল্লি যাওয়ার পথে আজ শুক্রবার লাহোরে নামার ঘোষণা দিয়েছেন তিনি। প্রায় এক যুগের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী পাকিস্তানে যাবেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, টুইটারে লাহোর যাওয়ার ঘোষণা দিয়ে সবাইকে বিস্মিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আজ আফগানিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে অংশ নেওয়ার পর মোদির কাছ থেকে লাহোর যাওয়ার ঘোষণা আসে। ভারতের প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘আজ বিকেলে লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করতে যাচ্ছি। দিল্লি যাওয়ার পথে সেখানে যাবে। কাকতালীয়ভাবে আজ ৬৬ বছরে পা রেখেছেন নওয়াজ। সকালে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মোদি। গত বছর ক্ষমতায় আসার পর এই প্রথম মোদি পাকিস্তানে যাচ্ছেন। তবে মোদির এই আকস্মিক পাকিস্তান সফরের খবরে সবাই নড়েচড়ে বসেছেন। দুই প্রধানমন্ত্রী গত মাসে প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে বৈঠক করেন। তাঁরা হাত মেলান। মিনিট পনেরো কথা বলেন। মোদি-নওয়াজের ওই বৈঠকের পর দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ব্যাংককে বৈঠক করেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদে যান।