রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি সই
স্টাফ ডেস্ক ঃ পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ান প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ চুক্তিসই করা হয়। বাংলাদেশের পক্ষে চু্ক্তিতে সই করেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম এবং ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুভাসকিং। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে চুক্তিসই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চুক্তি অনুযায়ী ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার (১ লাখ এক হাজার কোটি টাকা) ব্যয়ে ২৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়ার এই প্রতিষ্ঠানটি। প্রকল্প বাস্তবায়নের সময়কাল ধরা হয়েছে সাত বছর চুক্তি অনুযায়ী ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার (১ লাখ এক হাজার কোটি টাকা) ব্যয়ে ২৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়ার এই প্রতিষ্ঠানটি। প্রকল্প বাস্তবায়নের সময়কাল ধরা হয়েছে সাত বছর। চুক্তির শর্তে বলা হয়েছে রাশিয়া বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ এবং পরিচালনার জন্য দক্ষ জনবল সৃষ্টি করবে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হবে। এরপর মূল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৩ সালের অক্টোবরে উৎপাদনে আসার কথা রয়েছে। এর এক বছর পর দ্বিতীয় ইউনিট ২০২৪ সালের অক্টোবরে উৎপাদনে আসবে। বিদ্যুৎ কেন্দ্রটি ৫০ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবে। এর জন্য জ্বালানি রাশিয়ার কাছ থেকে ভাড়া নেওয়া হবে। ব্যবহার শেষে ওই জ্বালানি বর্জ্য ফেরত নেবে রাশিয়া। কেন্দ্রের সব যন্ত্র আনা হবে নদীপথে।