সব

ক্যান্টনমেন্ট এলাকায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th December 2015at 1:28 pm
106 Views

22স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ১৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম (৩০) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।  ‘শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মাটিকাটা এলাকার মো. ইব্রাহীমের বাসায় এঘটনা ঘটে। ইব্রাহীমের বন্ধ রুবেল মিয়া জানান,  রাতে ইব্রাহীমের বাসায় ৫-৬ জন লোক  প্রবেশ করে তাকে গুলি করে। গুলিটি ওর কোমরের পেছনে ও বাম হাতে বিদ্ধ হয়। এমতাবস্থায় তাকে আমরা প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেই, অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, ‘বর্তমানে ইব্রাহীম জরুরি বিভাগে চিকিৎসাধীন। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।’


সর্বশেষ খবর